ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বাসের চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হল স্কুল ছাত্রীর। মৃত ছাত্রীর নাম বৃষ্টি দাস(১০)। বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ইন্দুটি গ্রামে। বৃষ্টি রায়নার বুজরুকদিঘী উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো। মঙ্গলবার সাইকেলে চেপে স্কুল যাবার পথে কাইতি বর্ধমান রোডের মিরেপোতাবাজারের কাছে বাসের পিছনের চাকায় পরে যায় বৃষ্টি। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পরই ঘাতক বাসের চালক ও খালাসী পালিয়ে যায়। রায়না থানার পুলিশ বাসটি আটক করেছে।এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।