
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ মঙ্গলবার সকালে বর্ধমানের ২নং জাতীয় সড়কের জোতরাম জামতলা এলাকায় একটি বেসরকারি ভলভো বাসের ধাক্কায় মৃত্যু হল ২জন মোটরবাইক আরোহীর। মৃতদের নাম বোরহান মণ্ডল এবং চন্দন দত্ত। উভয়েরই বয়স চল্লিশোর্ধ। বোরহান মণ্ডলের বাড়ি বর্ধমান ২নং ব্লকের আটাগড় এলাকায়। চন্দন দত্তের বাড়ি বর্ধমান শহরের নীলপুর এলাকায়। বোরহান মণ্ডল ভূমি দপ্তরের মুহুরী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন জোতরাম জামতলা এলাকায় রাস্তার একদিক থেকে অন্যদিকে মোটরবাইক নিয়ে পার হবার সময় দ্রুতগতিতে ধেয়ে আসা বেসরকারী ভলভো বাস তাদের ধাক্কা মারলে দুজনেই ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় স্থানীয় মানুষজন ওই ক্রসিং এলাকায় ৪জন সিভিক ভলেণ্টিয়ার নিয়োগের দাবীতে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন। তাঁদের অভিযোগ, এখানে দুজন সিভিক ভলেণ্টিয়ার থাকলেও তাঁরা অধিকাংশ সময়ই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন। পরে পুলিশী আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ ঘাতক ভলভো বাসটিকে আটক করেছে।