

গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া : ১৫০ বছরে পর্দাপণ করল কাটোয়া পৌরসভা। এই উপলক্ষ্যে দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করল পৌরসভা ও শহরবাসী। সকালে পৌরপ্রধান রবীন্দ্রনাথ চ্যাটার্জ্জী পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পৌরসভা প্রাঙ্গন থেকে বের হয় প্রভাত ফেরী। শহর পরিক্রমা করে পৌরসভায় এসে শেষ হয় সেই শোভাযাত্রা। এই শোভাযাত্রায় পা মেলান পৌরপ্রধান রবীন্দ্রনাথ চ্যাটার্জ্জী, কাউন্সিলার বৃন্দ সহ প্রশাসনিক আধিকারিক ও বিদ্বজনেরা।
এদিন কাটোয়া পুরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে কাটোয়া স্টেডিয়ামের চারদিকে ১৫০টি বিভিন্ন গাছের চারা রোপন করা হল পুরসভার পক্ষ থেকে। এছাড়াও কাটোয়ার সংহতি মঞ্চে ও রবীন্দ্র পরিষদে বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। যেখানে ১৫০জন পূরকর্মী রক্তদান করেছেন। সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে বলে পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানিয়েছেন।