Headlines
Loading...
নারায়নায় চালু হল ল্যারেঞ্জটমি ক্লাব কন্ঠ

নারায়নায় চালু হল ল্যারেঞ্জটমি ক্লাব কন্ঠ


সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কন্ঠ। কন্ঠস্বরে ক্যান্সার আক্রমনের পর ল্যারেঞ্জটমির মাধ্যমে কীভাবে গলার স্বর ফিরে পাওয়া যায় তা দেখিয়েছেন শিবু দা ও নন্দিতা দি। এবার বেসরকারী হাসপাতাল নারায়না হেল্থকেয়ার চালু করল এনএইচ কন্ঠ। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে শিবপ্রসাদ ও নন্দিতার উপস্থিতিতে এবং নারায়না হসপিটালে ল্যারেঞ্জটমি সার্জারি রোগীদের উপস্থিতিতে সূচনা হল এই ক্লাবের। এদিন সার্জারির পর কীভাবে নিজদের হারানো কন্ঠ ফিরে পেয়ছেন সেই বিষয় তুলে ধরেন বিশিষ্টরা। এদিন উপস্থিত ছিলেন হসপিটালের চিকিৎসক ডাঃ হর্ষ ধর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});