Headlines
Loading...
চিকিৎসার উন্নতির লক্ষ্যে চিকিৎসকদের আলোচনার জন্য এল নতুন অ্যাপ ক্লারনেট

চিকিৎসার উন্নতির লক্ষ্যে চিকিৎসকদের আলোচনার জন্য এল নতুন অ্যাপ ক্লারনেট



সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ বিশ্বব্যাপী চিকিৎসকদের আলোচনা ও চিকিৎসা সম্বন্ধীও পরামর্শ আদান প্রদানের সুবিধার্থে একটি নতুন অ্যাপ লঞ্চ করা হলো। 'ক্লারনেট' নামক এই অ্যাপ-এর সাহায্যে ডাক্তাররা সারা বিশ্বের অন্য ডাক্তারদের সাথে রোগীদের জটিল রোগ সম্পর্কে ফোনে আলোচনা করতে পারবেন। এই আ্যাপটি গুগল প্লে এবং আপেল অ্যাপ সেটের থেকে ডাক্তাররা বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। ক্লারনেট প্লাটফর্মটি একটি টেকনোলজি এবং কল সেন্টারের মেলবন্ধন, যেখানে প্রত্যন্ত এলাকাতেও ডাক্তারদের ক্লিনিক্যাল দক্ষতা পৌঁছে যাবে। ক্লারনেট ,ডাক্তারদের জন্য ভারতের প্রথম টেলিকম ডিসকাশন প্ল্যাটফর্ম।


সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এই অ্যাপ-এর উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতীয় মেডিকেল এসোসিয়েশনের জাতীয় সভাপতি (IMA) তথা রাজ্যসভার সদস্য ডঃ শান্তনু সেন,ছিলেন ডঃ নির্মল মাঝি, ক্লারনেট এর কো-ফাউন্ডার সৌরভ কাসেরা সহ প্রফেসার ডঃ প্রদীপ মিত্র,ডঃ অজয় চক্রবর্তী অন্যান্যরা। চিকিৎসা পরিষেবা দিতে এই অ্যাপটি চিকিৎসকদের অনেক উপকারে লাগবে বলেই জানিয়েছেন এদিন উপস্থিত বিশিষ্টরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});