Headlines
Loading...
সংসদের শীতকালীন অধিবেশনেই তিন তালাক সংক্রান্ত বিল পেশ করতে চাইছে কেন্দ্র।

সংসদের শীতকালীন অধিবেশনেই তিন তালাক সংক্রান্ত বিল পেশ করতে চাইছে কেন্দ্র।


ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃ
 তিন তালাক সম্পর্কে কেন্দ্রকে খসড়া বিল পাঠাল পশ্চিমবঙ্গ প্রগতিশীল মুসলিম সমাজ।মুসলিম মহিলাদের সুরক্ষায় বিশেষ করে তিন তালাক নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই সংগঠনটি। দিল্লিতে ধর্নাও দিয়েছিল তাঁরা।পশ্চিমবঙ্গের এই সংস্থাটির সভাপতি কাজি মাসুম আখতার জানান, মুসলিম মহিলাদের বৈবাহিক অধিকার এবং তাঁদের সুরক্ষার জন্য একগুচ্ছ প্রস্তাব খসড়া আকারে দিল্লিতে পাঠিয়েছে প্রগতিশীল মুসলিম সমাজ। তাঁদের দাবি, কোনও ব্যক্তি নিজের স্ত্রীকে তিন তালাক দিলে সেই ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করতে হবে। দ্রুত নিষ্পত্তির জন্য এই সকল মামলার বিচার যাতে ফার্স্ট ট্র্যাক কোর্টে হয় তার ব্যবস্থা করতে হবে। আইনে পরিষ্কার করে উল্লেখ করতে হবে যে তাৎক্ষনিক তালাক সম্পূর্ণভাবে অবৈধ। একইসঙ্গে এই বিষয়ে সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তোলার কথাও বলেছেন তারা। 


এছাড়াও খসড়ায় রয়েছে রয়েছে তালাকপ্রাপ্ত মুসলিম মহিলাদের জন্য উপযুক্ত খোরপোষের ব্যবস্থা। আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কোনও ব্যক্তি তালাক দেওয়ার পরে উপযুক্ত খোরপোষ দিতে অসমর্থ হলে সেই তালাকপ্রাপ্ত মহিলা যাতে সুস্থভাবে জীবনধারণ করতে পারে সরকারকে সেই ব্যবস্থা করতে হবে। সরকারি এই সাহায্যকে তালাক ভাতা বলে চিহ্নিত করার জন্য কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল মুসলিম সমাজ।একদিকে সংসদের শীতকালীন অধিবেশনেই তিন তালাক সংক্রান্ত বিল পেশ করতে চাইছে কেন্দ্র। অন্যদিকে তিন তালাক সংক্রান্ত বিল তুলে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন জানাতে চলেছে ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});