Headlines
Loading...
বেতন বকেয়া থাকায় গুসকরা পুরসভা এলাকার সাফাইয়ের কাজ বন্ধ করে দিল সাফাইকর্মীরা

বেতন বকেয়া থাকায় গুসকরা পুরসভা এলাকার সাফাইয়ের কাজ বন্ধ করে দিল সাফাইকর্মীরা



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বকেয়া বেতন না পাওয়ায় গুসকরা পুরসভার ১৩০জন সাফাইকর্মী বৃহস্পতিবার থেকে সাফাইয়ের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন পুরসভায়। সাফাইকর্মীরা জানিয়েছেন, বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাবেন। সাফাইকর্মীরা কাজ বন্ধ রাখার জেরে পুর পরিষেবা লাটে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।পুরসভা সূত্রে জানা গেছে, গুসকরা পুরসভায় ১৩০ জন সাফাইকর্মী কাজ করেন। তারা দৈনিক ২১০ টাকা মজুরি পান। রয়েছেন ১৭ জন মহিলা সাফাইকর্মী। প্রতি মাসে সাফাই কর্মীদের জন্য প্রায় ৬ লক্ষ ৭০ হাজার টাকা খরচ হয়ে থাকে। প্রতি দুসপ্তাহ অন্তর তারা বেতন পান। 

যদিও পুরসভার এক্সিকিউটিভ অফিসার আকলিমা খাতুন জানিয়েছেন, "যে ফান্ড থেকে সাফাইকর্মীদের বেতন দেওয়া হয় সেই আ্যকাউন্টে এখনও টাকা আসেনি। তবে বিকল্প চিন্তাভাবনা করা হচ্ছে। সমস্যা মিটে যাবে।তিনি অবশ্য সাফাইকর্মীদের আন্দোলনকে ন্যায়সঙ্গত বলে স্বীকার করে নিয়েছেন।” বিক্ষোভরত সাফাইকর্মী রাজা মাজি, রাজু হাজরা, তনস তুরিরা জানিয়েছেন, গত তিন মাসের বেতন তাদের বাকি আছে। বেতন না পাওয়ায় সংসার চালাতে পারছেন না। পরিবার নিয়ে সংকটে পড়েছেন। বার বার বলা সত্ত্বেও পুরসভা টাকা দিচ্ছে না। তাই বাধ্য হয়ে তাঁরা সাফাইকাজ বন্ধ করে ধর্মঘট শুরু করেছেন। এদিকে,সাফাইকর্মীরা কাজ না করায় এদিন থেকেই গুসকরা পুরসভার বিভিন্ন এলাকায় জঞ্জাল জমতে শুরু করেছে। আন্দোলন চলতে থাকলে তা আরও ভয়াবহ হয়ে ওঠার আশংকা দেখা দিয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});