Headlines
Loading...
বর্ধমানে শুরু হলো ৪৪তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়ানশিপ।

বর্ধমানে শুরু হলো ৪৪তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়ানশিপ।


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:বর্ধমানে শুরু হলো ৪৪তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়ানশিপ। আগামী ৩০ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। শহরের অরবিন্দ স্টেডিয়াম,তরুণ সংঘ,অগ্রদূত সংঘ এবং লোকো রেলওয়ে বিদ্যাপীঠ মাঠে অংশগ্রহণকারী ৪৮টি পুরুষ ও মহিলা দল তাঁদের নির্ধারিত খেলাগুলি খেলবে। দেশের বিভিন্ন রাজ্যের ছেলেদের মোট ২৬টি এবং মেয়েদের মোট ২২টি টিম অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।
সোমবার এই প্রতিযোগিতার উদ্বোধন করতে আসেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। কিন্তু উদ্বোধনের নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও অরবিন্দ স্টেডিয়ামে কর্মকর্তাদের অনেকেরই দেখা পাওয়া যায়নি। এদিকে এতো বড় মাপের প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে এদিন ক্রীড়াবিদ মন্ত্রীর  দায়সারা মনোভাবে অনেকেই অবাক হয়ে যান। মাত্র কিছুক্ষন শোভাযাত্রায় পা মিলিয়ে,খেলোয়াড়দের সঙ্গে মিলিত না হয়েই তড়িঘড়ি রাস্তা থেকেই এই প্রতিযোগিতার উদ্বোধন করে বিদায় নেওয়ায় মন্ত্রীর খেলোয়ারচিত মনোভাব নিয়েই প্রশ্ন উঠেছে।
                                                                                                                     ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});