Headlines
Loading...
১ মার্চ মুক্তি পাচ্ছে ‘মহালয়া’,সেই প্রেক্ষাপটে উদ্বোধন হল অলংকার 'শক্তিরূপেণ'

১ মার্চ মুক্তি পাচ্ছে ‘মহালয়া’,সেই প্রেক্ষাপটে উদ্বোধন হল অলংকার 'শক্তিরূপেণ'



সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ মহালয়া কথাটার সঙ্গে জড়িয়ে রয়েছে আপামর বাঙালীর চিরকালীন আবেগ। কারণ, মহালয়ার আগমনী বার্তাই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজার শুরু হওয়ার প্রাকমুহূর্ত। তবে মহালয়া আরেকটি কারণের জন্য বাঙালির কাছে খুবই প্রিয়। সেটা হল মহালয়ার দিন সকালবেলা রেডিয়োতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে চন্ডিপাঠ। কিন্তু, হঠাৎ করে অল ইন্ডিয়া রেডিও কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে, বাণীকুমারের রচনায় মহিষাসুরমর্দিনীতে এতকাল যে পঙ্কজ মল্লিকের সুর ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে চন্ডীপাঠ শ্রোতারা শুনছিলেন তার জায়গায় মহানায়ক উত্তম কুমারকে দিয়ে চন্ডীপাঠ করানো হবে। আর সুরকার হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয় পঙ্কজ মল্লিকের জায়গায় ১৯৭৬ সালে। যেহেতু মহানায়ক উত্তম কুমার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জায়গায় চন্ডী পাঠ করবেন তাই দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ ও উদ্দীপনা ছিল। কিন্তু, উত্তম কুমারের এই চন্ডীপাঠ শ্রোতাদের খুশি করতে পারেনি। কারণ, কেউই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও পঙ্কজ মল্লিকের জায়গায় উত্তম কুমার ও হেমন্ত মুখোপাধ্যায়ের জুটিকে মেনে নিতে পারেননি। 

আর সেই বাস্তব প্রেক্ষাপটকে দর্শকদের সামনে তুলে ধরতে আগামী ১ মার্চ মুক্তি পাচ্ছে ‘মহালয়া’। এই উপলক্ষ্যে ছবির সাথে জড়িত গয়না প্রস্তুতকারক সংস্থা শ্যামসুন্দর জুয়েলার্স মহিলাদের জন্য নিয়ে এল নতুন ডিজাইনের অলংকার 'শক্তিরূপেণ'। মঙ্গলবার শহরের নিজস্ব বিপনিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে উন্মোচন হল নতুন এই সম্ভার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});