Headlines
Loading...
মমতা বন্দোপাধ্যায়ের কাছ থেকেই তিনি গদ্দারী শিখেছেন - মুকুল রায়

মমতা বন্দোপাধ্যায়ের কাছ থেকেই তিনি গদ্দারী শিখেছেন - মুকুল রায়


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বারে বারেই তাঁকে নাম না করে গদ্দার বলেছেন তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা। আর তাই এবার সাংবাদিক বৈঠকে সেই গদ্দারী নিয়েই পাল্টা মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়। মঙ্গলবার বর্ধমানে ২দিন ব্যাপী পূর্ব বর্ধমান জেলায় বিজেপির সাংগঠনিক সন্মেলনে এসে সাংবাদিক বৈঠকে মুকুল রায় বলেছেন, গদ্দারিটা তিনি মমতা বন্দোপাধ্যায়ের কাছেই শিখেছেন। কংগ্রেসের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় গদ্দার বললেন মুকুল রায়। এদিন মুকুল রায় জানিয়েছেন, আইপিএস অফিসার গৌরব দত্ত আত্মহত্যা করেছেন। আত্মহত্যার জন্য তিনি সরাসরি সুইসাইডাল নোটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেই দায়ী করেছেন। মুকুল রায় বলেছেন, অন্য যে কোনো আত্মহত্যার ঘটনায় এই ধরণের সুইসাইডাল নোট পেলেই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। কিন্তু এক্ষেত্রে কেন হল না - প্রশ্ন তুলেছেন মুকুল রায়। তিনি জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে এই ঘটনার অবশ্যই তদন্ত হবে। মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে চলেছেন – এই প্রসঙ্গে মুকুলে রায় চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, বাংলার বাইরে ভোটে লড়ে মমতা ব্যানার্জি একটা সিট জিতে দেখান। তাহলে মানব তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। জামানত বজায় রেখে দেখান তিনি। তিনি এও সন্দেহ প্রকাশ করে বলেন, নির্বাচনে তৃণমূল ২০ টি আসন পেয়ে দেখাক।

পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে বলতে গিয়ে বিজেপি নেতা মুকুল রায় বলেন, পাকিস্তানের বিরুদ্ধে 'জঙ্গী হানায় ' ৩০০জনকে খতম করেছে ভারতীয় সেনারা। আর মুকুল রায়ের এই মন্তব্যকে ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় সেনার এই প্রত্যাঘাতকে তিনি জঙ্গী হানা কেন বললেন তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এদিন দুপুরে বর্ধমান এ সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন মুকুল রায়। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে এদিন মুকুল রায় বলেন, ভারতের প্রতিটি মানুষ চাইছিলেন এই প্রত্যাঘাত। চাইছিলেন একটা দৃষ্টান্ত স্থাপন করুক মোদি সরকার। মোদি সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে সেই ভারতবাসীর বিশ্বাসযোগ্যতাকেই জয় করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});