ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ বিয়ের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গিয়ে এক যুবতীকে ধর্ষণ করার অপরাধে সাত বছরের কারাদন্ড হল এক যুবকের। পাশাপাশি এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের জেল। ডাক্তার, তদন্তকারী পুলিশ অফিসার সহ ১১জনের সাক্ষ্য প্রদানের পর বুধবার তপন টুডুকে দোষী সাব্যস্ত করেন বিচারক। বৃহস্পতিবার কালনা অতিরিক্ত জেলা ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক বিবেকানন্দ সুর এই সাজা ঘোষণা করেন।
এই মামলার সরকারি আইনজীবী আজিজুর রহমান জানান, ২০১০ সালের জুন মাসের ১৮ তারিখ রাত্রিবেলা মন্তেশ্বর থানার ভান্ডারবাটি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে অনেকের পাশাপাশি উপস্থিত ছিল মামুদপুর গ্রামের তপন টুডু এবং নাদনঘাট থানার বিদ্যানগরের জনা টুডু। তারা এই বিয়ের অনুষ্ঠানে আসা ভাণ্ডারবাটি গ্রামেরই এক যুবতীকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে নির্জন জায়গায় ধর্ষণ করে। পরের দিন অর্থাৎ ১৯জুন ২০১০ তারিখে মন্তেশ্বর থানায় অভিযোগ লিপিবদ্ধ হলে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ জি ধারায় মামলা শুরু হয়। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। কিছু দিন পর তারা জামিনে ছাড়া পেয়ে ফেরার হয়ে যায়। পুলিশ হন্যে হয়ে খুঁজে তপন টুডুকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও জনা টুডু আজও ফেরার। তপন টুডুকে জেল হেফাজতে রেখেই এই মামলায় শুনানি শুরু হয়।