ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বিদ্যুৎ বিলের সূত্র ধরে মুম্বাই থেকে এটিএম জালিয়াতি চক্রের আরও দুই পান্ডাকে গ্রেপ্তার করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এর আগে জালিয়াতি চক্রের আরও তিন পান্ডাকে ঝাড়খন্ডের জামতারা থেকে গ্রেপ্তার করে বর্ধমান জেলা পুলিশের সাইবার সেল। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ আগষ্ট ভাতারের কুবাজপুর এসবিআই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে ওটিপি নম্বর ব্যবহার করে কালিশঙ্কর মুখার্জ্জী এবং আশুতোষ মুখার্জী নামে দুই ব্যক্তির মোট ১ লক্ষ ৫২ হাজার টাকা তুলে নেওয়া হয়। পরে ভাতার থানায় তাদের দায়ের করা অভিযোগের পরিপেক্ষিতে তদন্তে নামে পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার সেল।
প্রথমে তাঁরা ৩০ হাজার টাকা ফিরিয়ে আনতে সক্ষম হন। এরপর বাকি ১ লক্ষ ১২ হাজার টাকার তদন্তে নেমে সাইবার সেল ঝাড়খন্ডের জামতারা থেকে প্রথমে সুশান্ত সোরেন ও করণ মুর্মূ সহ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে ও করণ মুর্মূর ওয়ালেট অ্যাকাউন্ট খতিয়ে দেখে পুলিশ জানতে পরে মহারাষ্ট্র বিদ্যুৎ বন্টন দপ্তরের অধীনে একাধিক গ্রাহকের টাকা এই ওয়ালেট থেকে টাকা ব্যবহার করে মেটানো হয়েছে। এরপরেই বিদ্যুৎ দপ্তরের কর্মী পরিচয় দিয়ে সাইবার সেলের অফিসারেরা তদন্তে নামেন। সংশ্লিষ্ট একাধিক গ্রাহককে জেরা করে উঠে আসে বিক্রম সাভির্সেস নামে মহারাষ্ট্রের তুলিঞ্জ থানার নালোসাপাড়ার এক সংস্থার কথা। সেখানে পৌঁছে সংস্থার কর্নধার বিক্রম রামখিলাবন শাহকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জেরা করে ও তার ওয়ালেট অ্যাকাউন্টের সূত্র ধরে পুলিশ বিষ্নু কুমার পটওয়ারী নামে আরও একজনকে গ্রেপ্তার করে। জানা গেছে মোটা টাকা কমিশনের ভিত্তিতে বিভিন্ন ওয়ালেটে এই ধরণের হাতিয়ে নেওয়া টাকা সরবরাহ করত বিষ্নু। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়। আরও কেউ যুক্ত আছে কিনা খতিয়ে দেখতে আদালত ধৃতদের পুলিশী হেফাজতের নির্দেশ দেয়।
প্রথমে তাঁরা ৩০ হাজার টাকা ফিরিয়ে আনতে সক্ষম হন। এরপর বাকি ১ লক্ষ ১২ হাজার টাকার তদন্তে নেমে সাইবার সেল ঝাড়খন্ডের জামতারা থেকে প্রথমে সুশান্ত সোরেন ও করণ মুর্মূ সহ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে ও করণ মুর্মূর ওয়ালেট অ্যাকাউন্ট খতিয়ে দেখে পুলিশ জানতে পরে মহারাষ্ট্র বিদ্যুৎ বন্টন দপ্তরের অধীনে একাধিক গ্রাহকের টাকা এই ওয়ালেট থেকে টাকা ব্যবহার করে মেটানো হয়েছে। এরপরেই বিদ্যুৎ দপ্তরের কর্মী পরিচয় দিয়ে সাইবার সেলের অফিসারেরা তদন্তে নামেন। সংশ্লিষ্ট একাধিক গ্রাহককে জেরা করে উঠে আসে বিক্রম সাভির্সেস নামে মহারাষ্ট্রের তুলিঞ্জ থানার নালোসাপাড়ার এক সংস্থার কথা। সেখানে পৌঁছে সংস্থার কর্নধার বিক্রম রামখিলাবন শাহকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জেরা করে ও তার ওয়ালেট অ্যাকাউন্টের সূত্র ধরে পুলিশ বিষ্নু কুমার পটওয়ারী নামে আরও একজনকে গ্রেপ্তার করে। জানা গেছে মোটা টাকা কমিশনের ভিত্তিতে বিভিন্ন ওয়ালেটে এই ধরণের হাতিয়ে নেওয়া টাকা সরবরাহ করত বিষ্নু। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়। আরও কেউ যুক্ত আছে কিনা খতিয়ে দেখতে আদালত ধৃতদের পুলিশী হেফাজতের নির্দেশ দেয়।