সপ্তর্ষি সিংহ,কোলকাতাঃ প্রতিটি মানুষের স্বপ্ন থাকে একটি সুন্দর সাজানো গোছানো বাসস্থানের। শুধু বাসা বানালেই তো আর হবে না, তাকে নিজের মতো করে সাজিয়ে তোলাও এক প্রকার ঝক্কি, চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় অনেকের কাছে। বর্তমানে ফ্ল্যাট কালচারে অভ্যস্ত অনেকেই তার ছোট্ট বাসা কিভাবে আরও নজরকাড়া করে তোলা যায় সেই সম্বন্ধে প্রায়ই বুঝে উঠতে পারেন না। সাহায্যের জন্য প্রকৃত ডিজাইনারের খোঁজ করতে থাকেন বাজারে। আর ঠিক এই বিষয় ভাবনা থেকেই একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল ভাইব্রেন্ট ডিজাইনার। হাতে কলমে এই প্রশিক্ষণের নাম 'অন দ্যা ইনসাইড'। এমন হাতে কলমে বৈজ্ঞানিক পদ্ধতিতে গৃহস্থালী সাজিয়ে তোলার প্রশিক্ষণ কলকাতা নয়, সারা দেশে প্রথম। ছোট ছোট জিনিসের মাধ্যমে কিভাবে আপনার সাধের ঘর অন্যের ঘরের থেকে অনন্য, কিংবা কোনটি ঘর সাজাতে জরুরি আর কোনটি নয়, এই সবই প্রশিক্ষণ দেওয়া হল ভাইব্রেন্ট ডিজাইনারের কর্মশালায়।
সংস্থার কর্ণধার কবিতা গাঙ্গুলী জানান, শুধু হাতে কলমে প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণের শেষে সার্টিফিকেটও দেওয়া হচ্ছে পড়ুয়াদের। ভাইব্রেন্ট ডিজাইনারের মার্কেটিং হেড যামিনী সুরেকা জানালেন, এমন অভিনব কর্মশালা পেয়ে স্বভাবতই খুশি শিখতে আসা ছাত্র-ছাত্রীরা। এই অভিনব প্রশিক্ষণ নিতে আসা ছাত্র রাহুল বোস জানান, "সত্যি এইখানে এসে অনেক কিছু শিখতে পেলাম, যা আগে কখনোই ভাবতে পারিনি। পরবর্তীতে এমন কর্মশালা থেকে শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই"। সংস্থার কর্ণধার আশ্বাস দিয়েছেন, আগামীতে এমন কর্মশালা করবেন এবং গৃহসজ্জা শিল্পে নতুন দিগন্ত এনে দেবে।