ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ফের চলন্ত এক্সপ্রেস ট্রেনের সামনে দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেল এক কিশোর। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার নওদার ঢাল ষ্টেশন এলাকায়। মৃত কিশোরের নাম বিশ্বজিত মির্ধা (১৫)। তার আদি বাড়ি ঝাড়খন্ডের পাকুড় এলাকায়। যদিও বাবা,মা, দাদা নিয়ে তারা পূর্ব বর্ধমানের বুদবুদ থানার কাঁকোড়া গ্রামেই থাকত। বিশ্বজিতের মামারবাড়ি এই গ্রামেই।
বিশ্বজিতের মামা শংকর মির্ধা জানিয়েছেন, শুক্রবার সকালে বিশ্বজিত তার দিদির বাড়ি আউশগ্রামের নওদার ঢাল গ্রামে যায় লক্ষ্মীপুজো উপলক্ষ্যে বেড়াতে। শনিবার নওদার ঢাল গ্রামে লক্ষ্মীপুজোর বিসর্জনকে ঘিরে ব্যাপক ধূমধাম হয়। এদিকে, শুক্রবার সকালে দিদির বাড়ি যাবার পর দিদির বাড়ি লাগোয়া নওদার ঢাল ষ্টেশনে সকাল ১১ টা নাগাদ নিজের ফোন নিয়ে ট্রেন দেখতে যায় সে।এরপরই ট্রেন লাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের সামনে সেলফি তুলতে শুরু করে সে। সেই সময় আপ শান্তিনিকেতন এক্সপ্রেসের পাশাপাশি একটি মালগাড়িও পাশ করছিল। পরিবারের লোকজন জানিয়েছেন, এই সময় মালগাড়ির ধাক্কায় সে ছিটকে পড়ে। এলাকার বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে গুসকরা হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মৃত্যু হয় তার। এই ঘটনায় ওই পরিবার সহ গোটা এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে।