Headlines
Loading...
 বিজেপির গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে,পুরুলিয়া জেলা সভাপতির অপসারণের দাবিতে সবর দলেরই একাংশ

বিজেপির গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে,পুরুলিয়া জেলা সভাপতির অপসারণের দাবিতে সবর দলেরই একাংশ



শান্তানু দাস,পুরুলিয়াঃ "তৃণমূলের কেডার বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী দূর হাটো....।" শ্লোগান তুলে এবার জেলা সভাপতির অপসারণের দাবিতে সবর হলেন বিজেপিরই একাংশ। সোমবার পুরুলিয়া শহরের শ্যাম ধর্মশালায় বিজেপির 'অগ্নি প্রতিজ্ঞা সংকল্প অভিযানে' দলের রাজ্য নেতৃত্ব রীতেশ তেওয়ারি এবং বিশ্বপ্রিয় রায় চৌধুরীর সামনেই এদিন দলের এমন গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসে। প্রায় ঘন্টাখানেক ধরে দলের সেই একাংশ বিক্ষুব্ধ গোষ্ঠী ধুন্ধুমার বিক্ষোভ দেখায় সেখানেই। একটা সময় যা ধস্তাধস্তি,হাতাহাতি এমনকি চেয়ার ছোঁড়াছুড়ি পর্যন্তও গড়ায়। একিসঙ্গে পোড়ানো হয় জেলা সভাপতির কুশপুতুলও।


এদিন বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী বিদ্যাসাগর চক্রবর্তীর দুর্নীতি ও স্বজনপোষণ সহ একাধিক অভিযোগ তুলে জানান,"তিনি এখন শাসকদল তৃনমূলের হয়ে কাজ করছেন। বিগত পঞ্চায়েত নির্বাচনে জেলায় বিজেপি ভালো ফল করলেও জেলা সভাপতির গড়িমসির জেরে সদ্য বিজয়ী প্রার্থীরা একের পর এক তৃণমূলে যোগ দিয়ে চলেছেন। অভিযোগ, দল ভাঙ্গন নিয়ে তিনি কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করেননি। বরং শাসক দলের হয়ে জেলা সভাপতি দলকে দুর্বল করছেন। তাই অবিলম্বে এই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি নির্বাচন করা হোক বলেও তারা দাবি তুলেন। যদিও এদিনের বিক্ষোভকারীরা কেও তার দলের নয় বলে দাবি করেন জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। এছাড়াও তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});