ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ এশিয়ান ইউনির্ভাসিটি ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে রবিবার চিন রওনা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল ৷ এশিয়ার ১৬টি দেশের একটি করে বিশ্ববিদ্যালয়ের দলকে নিয়ে চিনের জিনজিয়ং শহরে নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা ৷ ১৫ জনের দল নির্বাচন শেষ হয়েছে ৷ প্রতিপক্ষ ইরান, ভিয়েতনাম, হংকং এর ছেলেদের বেগ দিতে প্রস্তূত সুজন দত্ত, শুভম ঘোষ, স্বরুপ দাসরা ৷ দলে আছেন গতবছরের ইষ্টজোন ফুটবলের টপ স্কোরার অমিত গায়েন ৷ অনুশীলন চলেছে সাগর পাত্র, কাজী নরুল হুদার নজরে ৷ দল নিয়ে আশাবাদি বিশ্ববিদ্যালয় এর স্পোটর্স অফিসার সূরজিৎ নন্দী ও কোচ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর সুদর্শন বিশ্বাস ৷
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্য আরেকটি দলও রওনা দিচ্ছে উড়িশ্যার সম্বলপুরে পূর্বাঞ্চল আন্ত: বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় যোগ দিতে ৷ গতবারের চ্যাম্পিয়ন এই দল একটি ম্যাচ জিতলেই যোগ্যতা অর্জন করবে সারাভারত বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় ৷ দল নিয়ে আশাবাদী ম্যানেজার অশোক চঞ্রবর্তী ও কোচ প্রদীপ পাত্র ৷ ম্যাচ জিততে মরিয়া বিশ্বজীৎ বিশ্বাস, মহম্মদ আফতাব হোসেন, টোটন চৌধুরি সহ পুরোদলই।