Headlines
Loading...
রবিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি ফুটবল দল রওনা হচ্ছে চিন, আরেকটি উড়িষ্যা

রবিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি ফুটবল দল রওনা হচ্ছে চিন, আরেকটি উড়িষ্যা



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ এশিয়ান ইউনির্ভাসিটি ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে রবিবার চিন রওনা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল ৷ এশিয়ার ১৬টি দেশের একটি করে বিশ্ববিদ্যালয়ের দলকে নিয়ে চিনের জিনজিয়ং শহরে নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা ৷ ১৫ জনের দল নির্বাচন শেষ হয়েছে ৷ প্রতিপক্ষ ইরান, ভিয়েতনাম, হংকং এর ছেলেদের বেগ দিতে প্রস্তূত সুজন দত্ত, শুভম ঘোষ, স্বরুপ দাসরা ৷ দলে আছেন গতবছরের ইষ্টজোন ফুটবলের টপ স্কোরার অমিত গায়েন ৷ অনুশীলন চলেছে সাগর পাত্র, কাজী নরুল হুদার নজরে ৷ দল নিয়ে আশাবাদি বিশ্ববিদ্যালয় এর স্পোটর্স অফিসার সূরজিৎ নন্দী ও কোচ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর সুদর্শন বিশ্বাস ৷  

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্য আরেকটি দলও রওনা দিচ্ছে উড়িশ্যার সম্বলপুরে পূর্বাঞ্চল আন্ত: বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় যোগ দিতে ৷ গতবারের চ্যাম্পিয়ন এই দল একটি ম্যাচ জিতলেই যোগ্যতা অর্জন করবে সারাভারত বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় ৷ দল নিয়ে আশাবাদী ম্যানেজার অশোক চঞ্রবর্তী ও কোচ প্রদীপ পাত্র ৷ ম্যাচ জিততে মরিয়া বিশ্বজীৎ বিশ্বাস, মহম্মদ আফতাব হোসেন, টোটন চৌধুরি সহ পুরোদলই।  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});