শান্তানু দাস,পুরুলিয়াঃ সাজাপ্রাপ্ত বন্দীদের স্বনির্ভর করার লক্ষ্যে এবার কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। পুরুলিয়া জেলা সংশোধনাগারে এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাত। স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে জেলবন্দী পুরুষ ও আবাসিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হল।
এতদিন জেলবন্দীদের সাজা শেষ হয়ে গেলেই উপার্জনের চিন্তা মাথায় নিয়ে বাড়ি ফিরতে হত।জেল থেকে ফেরত যাওয়ার পর তাদের কাজ পেতে অসুবিধা হত। সমাজের মূল স্রোতে ফিরেও যাতে তাদের কাজ পেতে অসুবিধে না হয় সেদিকে খেয়াল রেখে এই প্রশিক্ষণের ব্যবস্থা বলে জানিয়েছেন মন্ত্রী। প্রাথমিকভাবে ৪৮ দিনের টেলারিংয়ের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে।স্বনির্ভর ও স্বনিযুক্ত প্রকল্প দপ্তর এবং কারা দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি শুরু করা হল।
মন্ত্রী শান্তিরাম মাহাত বলেন,"রাজ্য সরকারের তরফে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।জেলবন্দীরা প্রশিক্ষণ পেলে তারা সহজেই সমাজের মূলস্রোতে ফিরে আসতে পারবে। ব্যাঙ্ক ও অন্য সংস্থা থেকে ঋণ নিয়ে বড় ব্যাবসাও শুরু করতে পারবেন তারা। এর ফলে তাদের মধ্যে অপরাধ প্রবণতাও কমবে।"