ফোকাস বেঙ্গল ডেস্ক, কালনাঃ সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন ও সি আই টি ইউ-এর কালনা-২ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে সোমবার বৈদ্যপুর ও সেনেরডাঙায় জমায়েত, মিছিল, অবস্থান বিক্ষোভ, সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হল। এদিন মিছিল থেকে রাফাল বিমান সংক্রান্ত কেন্দ্রের দূর্নীতির বিরুদ্ধে, পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বেকারী, শিল্প, কৃষি ঋণ মুকুব, জমিতে সেচ ও স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে ফসলের ন্যায্য দামের দাবিতে শ্লোগান তোলা হয়। সিঙ্গারকোনে ৩৫ মিনিট প্রতীকী সড়ক অবরোধের পর অবস্থান বিক্ষোভ করা হয়। এরপর কৃষক নেতা মহম্মদ আলীর নেতৃত্বে একটি সাত জনের প্রতিনিধি দল বিডিওকে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
দাবি জানানো হয়, পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম কমাতে হবে। অসংগঠিত শ্রমিকদের মাসে ১৮ হাজার টাকা বেতন ও ৩০০০ টাকা পেনশন দিতে হবে। ১০০ দিনের কাজের প্রকল্পে বছরে ২০০ দিন কাজ ও ৩০০ টাকা করে মজুরি দিতে হবে। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য এবং পঞ্চায়েতে দুর্নীতি ও তোলাবাজি বন্ধ করতে হবে। সমস্ত রকমের মৌলবাদী ও সাম্প্রদায়িক কার্যকলাপ বন্ধ এবং চিটফান্ড ও ব্যাংক কেলেঙ্কারির সাথে যুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তি দিতে হবে। এদিন বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি ব্যাবস্থা গ্রহন করা হয়েছিল।