ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ পুজোর মুখে নিজেদেরে আখের গোছাতে অবৈধ ভাবে ফুটপাত এমনকি স্থায়ী দোকানের সামনে পসরা সাজিয়ে বেচাকেনা শুরু করে দেওয়ার প্রতিবাদ করে মার খেতে হল বর্ধমান শহরের বিসিরোডের একটি জুতোর দোকানের মালিক পক্ষকে। আর এই ঘটনায় শনিবার ভর সন্ধ্যায় পূজোর বাজার করতে আসা মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
জুতোর দোকানের মালিক সামসুল আবেদিন এদিন জানিয়েছেন, স্থানীও কিছু যুবক হটাত করে কিছুদিন আগে বিসিরোডের মুবারক বিল্ডিঙের সামনে পুরসভার রাস্তা রীতিমত দখল করে জামা কাপড়ের ব্যাবসা ফেঁদে বসে। ওই বিল্ডিঙের নিচে তার দীর্ঘদিনের একটি জুতোর দোকান রয়েছে। পূজোর মুখে অবৈধ ভাবে হটাত দোকানের সামনের অংশ বাধাপ্রাপ্ত হওয়ায় বেশ কিছুদিন আগে তিনি ও তার ছেলেরা এই ঘটনার প্রতিবাদ জানায়। আর এরপরই তাঁর ছেলে ফারুক আবেদিন কে মারধোর করে বেশ কিছু হকার। এই ঘটনায় সেই সময় ৩জনের নামে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু সেই ঘটনার কোনো সুরাহা হয়নি। এদিকে পূজোর মুখে তাদের ব্যাবসা মার খাওয়ায় এদিন ফের তাঁরা প্রতিবাদ করতে গেলে তাঁর দুই ছেলে ফারুক আবেদিন এবং সইফুদ্দিন আবেদিনের ওপর চড়াও হয় ওই হকাররা। ফারুক আবেদিনের চোট গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সামসুল আবেদন ফের বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জুতোর দোকানের মালিক সামসুল আবেদিন এদিন জানিয়েছেন, স্থানীও কিছু যুবক হটাত করে কিছুদিন আগে বিসিরোডের মুবারক বিল্ডিঙের সামনে পুরসভার রাস্তা রীতিমত দখল করে জামা কাপড়ের ব্যাবসা ফেঁদে বসে। ওই বিল্ডিঙের নিচে তার দীর্ঘদিনের একটি জুতোর দোকান রয়েছে। পূজোর মুখে অবৈধ ভাবে হটাত দোকানের সামনের অংশ বাধাপ্রাপ্ত হওয়ায় বেশ কিছুদিন আগে তিনি ও তার ছেলেরা এই ঘটনার প্রতিবাদ জানায়। আর এরপরই তাঁর ছেলে ফারুক আবেদিন কে মারধোর করে বেশ কিছু হকার। এই ঘটনায় সেই সময় ৩জনের নামে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু সেই ঘটনার কোনো সুরাহা হয়নি। এদিকে পূজোর মুখে তাদের ব্যাবসা মার খাওয়ায় এদিন ফের তাঁরা প্রতিবাদ করতে গেলে তাঁর দুই ছেলে ফারুক আবেদিন এবং সইফুদ্দিন আবেদিনের ওপর চড়াও হয় ওই হকাররা। ফারুক আবেদিনের চোট গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সামসুল আবেদন ফের বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।