ফোকাস বেঙ্গল ডেস্ক,পুরুলিয়াঃ বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খাদ্য ও সরবরাহ বিভাগের পক্ষ থেকে অপুষ্টি জনিত শিশু ও মায়েদের খাদ্য বিতরণ, দরিদ্র ও অসহায় মহিলাদের খাদ্য বিতরণ এবং বিরহড় সম্প্রদায়ভুক্ত পরিবারকে খাদ্য বিতরণ অনুষ্ঠান হলো পুরুলিয়া। বুধবার পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে পুরুলিয়া জেলা পরিষদ ভবনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার ১৭২২ টি দুস্থ পরিবারকে বিনামূল্যে ৫ কিলো চাল ও ১ কিলো ডাল দেওয়া হয়। এছাড়া ৯৫ টি বিরহড় সম্প্রদায়ভুক্ত পরিবারকে খাদ্যসাথীর সুবিধা প্রদান করা হয়। পাশাপাশি এদিন রেশনে খাদ্য দ্রব্য সববরাহকারি ৪ জনকে পুরস্কৃত করা হয়।
জেলা খাদ্য নিয়ামক আধিকারিক বাপ্পাদিত্য চন্দ্র জানান, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এদিন খাদ্য দপ্তরের একটি টিম রাস্তায় ফুটপাতে পড়ে থাকা মানুষদের কাছে গিয়ে তাদের হাতেও এই চাল ও ডালের প্যাকেট তুলে দেওয়া হবে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, অতিরিক্ত জেলা শাষক নব কুমার বর্মন, জেলা খাদ্য নিয়ামক আধিকারিক বাপ্পাদিত্য চন্দ্র, দলনেতা হলধর মাহাতো, খাদ্য দপ্তরের আধিকারিক সহ অন্যান্য কর্মীরা।