Headlines
Loading...
চ্যাম্পিয়ন মোহনবাগান,মাঠে হাজির জামশিদ নাসিরী

চ্যাম্পিয়ন মোহনবাগান,মাঠে হাজির জামশিদ নাসিরী



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বিনোধীমাধব সামন্ত কোচিং ক্লাব আয়োজিত অনুর্দ্ধ ১৯ সুকুমার ব্যানার্জী মেমোরিয়াল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল দুর্গাপুরের মোহনবাগান সেল ফুটবল একাডেমী ৷ বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল মাঠে ৪-১ ব্যাবধানে তারা হারাল বার্নপুর ইউনাইটেডকে ৷ প্রথমার্ধে কোচ গৌরব চ্যাটার্জী ও সুভাষ সিংহ রায়ের মোহনবাগান জুনিয়র দল ২-১ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ৪-১ এ ম্যাচ শেষ করে বাগান একাডেমী ৷ বাগানের হয়ে তিনটি গোল করেন শুভ ঘোষ, একটি গোল সঞ্জয় মন্ডলের ৷ অন্যদিকে কোচ কমলেশ ঘোষের বার্নপুর ইউনাইটেড এর হয়ে একটি গোল করেন জয়ন্ত বাউরী ৷ 

তবে এদিন ফাইনালের মুখ্য আকর্ষণ ছিল এক সময়ে ময়দান কাঁপানো ইরানীয়ান ফুটবল তারকা জামশিদ নাসিরী ৷ তাকে ঘিরে সাধারন ফুটবল প্রেমীদের উচ্ছাস ছিল চোখে পরার মতো ৷ চ্যাম্পিয়ন মোহনবাগান সেল একাডেমীর হাতে পুরস্কার তুলেদেন প্রাক্তন এই ফুটবল তারকা। এদিন মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক উত্তম সেনগুপ্ত, উজ্বল প্রামানিক, প্রাক্তন কোচ রথিন্দ্রনাথ ভট্টচার্য সহ বিনোধীর কর্তা শ্রীগোপাল ব্যানার্জী, প্রাক্তন ফুটবলার দেবাশীষ কোনার, কর্তা সুব্রত কোনার, প্রাক্তন কোচ অনন্ত ঘোষ সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ৷ 

ম্যাচের সেরা হন মোহনবাগান একাডেমীর দীপ সাহা, সেরা ডিফেন্ডার বার্নপুর ইউনাইটেডের আকাশ চ্যাটার্জী, সেরা গোলরক্ষক মোহনবাগানের অভিজিৎ দেবনাথ ৷ বিনোধীর পক্ষে সৌম্যজীৎ ব্যানার্জী জানান, তারা সারা বছরই খেলাধূলার মাধ্যমে নিজেদের ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেন ৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});