Headlines
Loading...
মাছ চুরির অভিযোগে এক ব্যাক্তিকে মারধোর,নিজেকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়ে মৃত্যু

মাছ চুরির অভিযোগে এক ব্যাক্তিকে মারধোর,নিজেকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়ে মৃত্যু

ফোকাস বেঙ্গল ডেস্ক,খণ্ডঘোষঃ মাছ চুরিকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধোরের জেরে মৃত্যু হল ওই ব্যক্তির। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার সড়ঙ্গা গ্রামে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, সড়ঙ্গা গ্রামের শেষ প্রান্তে রয়েছে একটি পুকুর। সেখানেই মাছ চাষ করেছেন সড়ঙ্গা গ্রামের বাসিন্দা অমল ক্ষেত্রপাল এবং অভিজিত ধাড়া। অমলবাবু উখরিদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান।

জানা গেছে, প্রায় দিনই ওই পুকুর থেকে মাছ চুরির ঘটনা ঘটতে থাকায় অমলবাবু এবং অভিজিত ধাড়া উভয়েই পাহারা দিতে শুরু করেন। অভিযোগ,অষ্টমীর দিন রাতে পাশের গুইড় গ্রামের ৪জন মাছ ধরার জন্য পুকুর পাড়ে জড়ো হয়েছিলেন। খবর পেয়ে অমলবাবুরা সেখানে গেলে ৩জন পালিয়ে গেলেও তাঁদের হাতে ধরা পড়েন গুইড় গ্রামের বাসিন্দা সুকুমার মাঝি (৪০) নামে এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, এই সময় তাঁকে বেধড়ক মারধোর করা হয়। মারের হাত থেকে বাঁচতে সুকুমার মাঝি পুকুরের জলে ঝাঁপ দেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ না মেলায় পরিবারের লোকজন খণ্ডঘোষ থানায় নিখোঁজ ডায়রী করেন। শুক্রবার সকালে ওই পুকুর থেকেই উদ্ধার হয় সুকুমার মাঝির মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করেছে। তবে শনিবার পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});