Headlines
Loading...
বিশ্বকর্মা পূজোর চাঁদা তোলার সময় ডাম্পারের ধাক্কায় মৃত যুবক, উত্তেজনা

বিশ্বকর্মা পূজোর চাঁদা তোলার সময় ডাম্পারের ধাক্কায় মৃত যুবক, উত্তেজনা


ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহিঃ  সামনে বিশ্বকর্মা পূজো। আর তাই রাস্তায় বাস-লরি এবং অন্যান্য যানবাহন আটকে পুজোর চাঁদা আদায় করছিলেন মাধবডিহি থানার লোহাইবাজার এলাকার পুরাতন পাড়ার বেশ কিছু যুবক। একটি স্টোনচিপ বোঝাই ডাম্পার আটকে মঙ্গলবার বিকেলে  পুজোর চাঁদা আদায় করার সময় দ্রুত গতিতে আসা অন্য একটি পাথর বোঝাই ডাম্পার ধাক্কা মারে পল্লব রায় নামক স্থানীয় এক যুবককে। গুরুতর জখম যুবককে পুলিশ উদ্ধার করে প্রথমে স্থানীয় আলমপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসার সময় পথেই মৃত্যু হয় পল্লব রায়ের(২৮)। 

ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পরে লোহাইবাজার এলাকায়। উত্তেজিত এলাকাবাসী ডাম্পারের চালক ও খালাসিকে বেধড়ক মারধর করে। পরে মাধবডিহি থানার পুলিশ এসে ডাম্পার এবং চালক ও খালাসিকে আটক করে নিয়ে যায়।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});