ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারিঃ গ্রাহকের চাহিদার কথা ভেবে মেমারিতে এবার কোম্পানির বর্ধিত মোটর সাইকেল শো-রুমের উদ্বোধন করলো বাজাজ সালুজা কত্রিপক্ষ। বৃহস্পতিবার শুভ গনেশ চতুর্থী উপলক্ষে মেমারির সুলতানপুর রেল গেটের কাছে এই নতুন শো-রুমের উদ্বোধন করলেন সংস্থার চেয়ারম্যান কুলদিপ সিং সালুজা। উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মাহিন্দার সিং সালুজা, বাজাজ কোম্পানির রিজিওনাল ম্যানেজার অর্ণব গুহ সহ শহরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
মাহিন্দার সিং সালুজা জানিয়েছেন, এই শহর ও আশপাশের এলাকার মানুষের কাছে বাজাজ কোম্পানির মোটর সাইকেলের যথেষ্ট চাহিদা রয়েছে। বর্ধমান শহরের মূল শো-রুমের বর্ধিত কাউণ্টার হিসাবে এই তাই মেমারিতেও শো রুম খোলা হল। তিনি জানান, এদিন 'সেফ ড্রাইভ সেভ লাইভ' বার্তা কে সামনে রেখে ১০ জন গ্রাহকের হাতে একটি করে বিনামুল্যে হেলমেট তুলে দেওয়া হয়।