পিয়ালী দাস, বীরভূমঃ বেহাল রাস্তা। গর্ত বাঁচিয়ে চালাতে গিয়ে উলটে গেল বাস। ঘটনাটি ঘটেছে বোলপুরের লায়েকবাজার মোড়ের কাছে। ঘটনায় আহত মহিলা,শিশু সহ প্রায় ২০ জন। বুধবার সকালে বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ড থেকে সিঙ্গি হয়ে বেজরা যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস। প্রায় ৫০ জন মত যাত্রী ছিল ওই বাসটিতে। লায়েকবাজার মোড়ের কাছে রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে। রাস্তায় বড় বড় খানাখন্দ থেকে বাঁচিয়ে বাস চালাতে গিয়ে স্টিয়ারিং বিকল হয়ে যায়। ফলে ঘোরাতে না পারায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায় বাসটি। খবর পেয়ে বোলপুর ও শান্তিনিকেতন থানার পুলিশ আসে, স্থানীয় বাসিন্দাদের সাহায্যে পুলিশ উদ্ধারকার্য চালায়।