Headlines
Loading...
মাঠ ছেড়ে এখন কলমই সঙ্গী, রথীনদা মগ্ন লেখার নেশায়

মাঠ ছেড়ে এখন কলমই সঙ্গী, রথীনদা মগ্ন লেখার নেশায়



এম কৃষ্ণা,বর্ধমানঃ বয়স আশি ছুঁইছুঁই ৷ কাঁপা কাঁপা হাতে লিখেই চলেছেন ৷ বিছানার এক কোনে নিজেকে ঢুবিয়ে রেখেছেন লেখার নেশায় ৷ সঙ্গী একটার পর একটা চায়ের কাপে চুমুক ৷ এই মানুষটির হাত থেকেই বের হয়েছেন জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক সন্দীপ নন্দি সহ দেবাশিষ কোনার ও আরও অনেকে ৷ তিনি ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্পোটর্স অফিসার ৷ হ্যাঁ, বর্ধমান টাউনহল পাড়ার রথীন্দ্রনাথ ভট্টাচার্যের কথাই বলছি ৷ বেশ কিছুদিন আগেই প্রকাশ করেছেন 'ফুটবল খেলা শিখতে হলে' শীর্ষক বই ৷ যা পড়ে প্রশংসা করেছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত থেকে মানস ভট্টাচার্যরা। ফুটবল খেলোয়াড় ও ফুটবলকে ভালোবাসে এমন মানুষের কাছে যে বই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে ৷ ফুটবলের ইতিহাস থেকে শুরু করে আধুনিক ফুটবলের কলাকৌশল, নিয়মাবলী,শারিরীক সক্ষমতার বিষয়গুলি ধরে ধরে আজও বলে ফেলতে পারেন ময়দানের সবার প্রিয় রথীনদা। অবসর জীবনে খেলার মাঠর ছেলেদের এখনও পরামর্শ দিয়ে চলেছেন এই মানুষটি ৷ স্পোটর্স অফিসার থাকাকালিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল কে পৌঁছে দিয়েছিলেন অন্য মাত্রায় ৷ বর্তমানে বয়সের ভারে শারিরীক কারণে অসুস্থতা বোধ করলেও নিজের বইপত্রের নেশায় সদা বুঁদ হয়ে আছেন তিনি ৷ কেউ তাঁর খবর রাখুক বা না রাখুক তিনি খবর রেখে চলেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে জার্মানি বুন্দেশ লিগা বা স্প্যানিশ লিগের ৷ আর কলকাতার ময়দান তো তাঁর হাতের তালুর মত জানা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});