Headlines
Loading...
উত্তরকাশীতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ভয়াবহ বাস দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু

উত্তরকাশীতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ভয়াবহ বাস দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু


ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ উত্তরাখণ্ডের উত্তরকাশীতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ভয়াবহ বাস দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হল ৷ সোমবার সংবাদসংস্থা এএনআই ট্যুইট করে এখবর জানায় ৷ ছোট বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড ৷ বিভিন্ন জায়গায় ধস নামার খবর মিলছে ৷ তারই মধ্যে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা ৷

আহত যাত্রীদের হেলিকপ্টারে করে দ্রুত এইমসে আনার ব্যবস্থা করে উত্তরাখণ্ড সরকার। এই দুর্ঘটনায় মৃত যাত্রীদের নিকট আত্মীয়কে ত্রাণ হিসাবে এককালীন ২ লক্ষ টাকা এবং আহত যাত্রীদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার।

আগামি তিন থেকে চারদিন উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছে মৌসম ভবন। বৃষ্টির সঙ্গেই পাহাড়ের বিভিন্ন এলাকায় ধস নামার ফলে বিপদ আরও বেড়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});