ফোকাস বেঙ্গল ডেস্ক,আউসগ্রামঃ আউসগ্রামের বিল্লগ্রামের বাসিন্দা আনন্দ মূর্মু(৩০)।পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে দু মাস আগে কেরালায় গিয়েছিলেন কাজের সন্ধানে। কাজও পেয়েছিলেন। কিন্তু গত কয়েকদিনের প্রবল বন্যায় সবকিছু ওলটপালট হয়ে গেছে। পরিবারের কেউই যোগাযোগ করতে পারছেন না তাদের একমাত্র ভরসা আনন্দর সঙ্গে। বাড়িতে তার বাবা,বউ ও ৫ বছরের একটি ছেলে রয়েছে। কাজ,খাওয়া ভুলে এখন সকলেই পরে আছে ঠাকুরের কাছে।
আনন্দ মূর্মুর বাবা তামড় মূর্মু জানান,ছেলের সাথে শেষ বার ফোনে কথা হয়েছে ১৭ আগস্ট। তারপর থেকে আর যোগাযোগ করতে পারছেন না কোনোভাবেই। দুশ্চিন্তায় নাওয়া খাওয়া সব শিকেয় উঠেছে। প্রশাসনের কাছে সাহায্যের জন্য তাই আবেদন জানিয়েছেন। ২০ তারিখ আউসগ্রাম ১ নং ব্লকে লিখিত ভাবে ছেলের অবস্থার কথা জানিয়ে যোগাযোগ করানোর আবেদন জমা করেছেন।