Headlines
Loading...
হাসপাতালের লিফট বিকল, দীর্ঘসময় আটকে রইলেন প্রসূতি, চাঞ্চল্য

হাসপাতালের লিফট বিকল, দীর্ঘসময় আটকে রইলেন প্রসূতি, চাঞ্চল্য



ফোকাস বেঙ্গল ডেস্ক,শিলিগুড়িঃ এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যাবার সময় লিফটে আটকে পড়লেন প্রসূতি মহিলা সহ তার পরিজন। আর এই ঘটনায় মঙ্গলবার রীতিমত চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে। জানা গেছে, এক ওয়ার্ড থেকে চার তলায় অন্য ওয়ার্ডে ট্রান্সফার করার সময় হঠাৎই আটকে যায় হাসপাতালে লিফ্ট। অভিযোগ, এরপর প্রায় দীর্ঘ ৪০ মিনিট পর্যন্ত  লিফ্টে আটকে ছিলেন সেই প্রসূতি মহিলা ও তার পরিবারের লোকজন। ওই মহিলার নাম রিকিয়া চন্দ্র। মহিলার স্বামীর অভিযোগ, এই সময়ে কোন‌ও লিফ্টম্যান ছিল না সেই লিফ্টে। দীর্ঘ সময় ডাকাডাকির পরে হাসপাতালে কিছু কর্মরত ব্যক্তির চেষ্টায় উদ্ধার করা হয় সেই মহিলাকে। 

এই ব্যাপারে জিজ্ঞেস করলে হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল জানান, দীর্ঘকালের পুরানো হাওয়ায় লিফটটিতে মাঝে মধ্যেই সমস্যা সৃষ্টি হয়। আর তাই নতুন লিফ্ট তৈরির পরিকল্পনা করছেন তারা, সেই জন্য আর্জিও জানানো হয়েছে বলে জানান তিনি। এদিকে বর্তমানে ভুক্তভুগি সেই মহিলা পুরোপুরি সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});