ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ খেলার মাঠে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল খেলোয়াড়।কর্মকর্তা গৌরী শঙ্কর ভট্টাচার্য ও রেফারী অমর চন্দ্র দাসের তৎপরতায় রক্ষা পেল বিওয়াইএমএ - এর গোলরক্ষক বৈদ্রীনাথ টুডু ৷ শনিবার বর্ধমান জেলা ফুটবলের সুপার ডিভিশন লিগের খেলা চলছিল মিলনী সঙ্ঘ ও বড়শূল বিওয়াইএমএ - এর মধ্যে ৷ বড়শূল দলের গোলরক্ষক গোল বক্সে গোল সেভ করার সময় অচমকাই বিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে সঙ্ঘর্ষে পেটে বড়সড়ো চোট পান ৷ মাঠে লুটিয়ে পরে গোলরক্ষক ছটফট করতে থাকেন ৷ সাময়ীক বন্ধ হয়ে যায় খেলা ৷ এই সময়ই কর্তা গৌরী শঙ্কর ভট্টাচার্য ও রেফারীর উপস্থিত বুদ্ধিতে গোলরক্ষক সুস্থতা বোধ করতে শুরু করেন ৷ মাঠের অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয় ৷ তবে গোলরক্ষক বৈদ্রীনাথ টুডু আবার উঠে পরেন ৷ শুরু হয় খেলা ৷
খেলায় মিলনী ২-০ গোলে হারায় বরশুল বিওয়াইএমএ কে ৷ গোল করেন তারাচরন ঘোষ ও সির্দ্ধার্থ রায়। এদিন মাঠে হাজির ছিলেন প্রাক্তন রেফারী কর্তা শিবু রুদ্র, ফুটবল সম্পাদক দেবাষীশ কোনার, বিবেকানন্দ সেন, স্থানীয় কাউন্সিলার সনৎ বক্সি সহ অন্যান্য কর্তারা।