Headlines
Loading...
পদ্মশ্রী সংঘের খুঁটিপূজো

পদ্মশ্রী সংঘের খুঁটিপূজো



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ৬৬তম বর্ষে পদার্পণ করলো বর্ধমানের পদ্মশ্রী সংঘের দুর্গোৎসব। শনিবার এই উপলক্ষে পূজো শুরুর আগে মহা ধুমধামের সঙ্গে সম্পন্ন হল খুঁটিপূজো। নারকেল ফাটিয়ে পূজোর শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার তথা পূজো কমিটির সভাপতি পরেশ সরকার, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ নারায়ন হাজরা চৌধুরী, বর্ধমান পুরসভার এম সি আই সি খোকন দাস সহ এলাকার বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

পদ্মশ্রী সংঘের সম্পাদক স্বপন দাস জানিয়েছেন, এবছর কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ। মণ্ডপ তৈরিতে ব্যাবহার করা হবে ষ্টীল আর এলুমিনিয়াম। পূর্ব মেদনিপুরের শুভেন্দু ভুঁইয়া মণ্ডপ তৈরি করছেন। প্রতিমা তৈরি করছেন কুমারটুলির শিল্পী সনাতন রুদ্র পাল। স্বপন বাবু জানান, প্রতিবছরের মত এবছরও পূজোকে ঘিরে বসবে বিশাল মেলা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});