ফোকাস বেঙ্গল ডেস্ক,আড়িআদহঃ ৫৮তম বর্ষে পদার্পণ করে আড়িআদহের রামকৃষ্ণ পল্লীর বিবেকানন্দ সংঘের এবছরের দুর্গোৎসবের ভাবনা 'ফিরে দেখা শৈশব'। তার আগে ঘটা করে পালিত হল ভূমি পুজো। পরিকল্পনার বাস্তবায়নে মণ্ডপ জুড়ে থাকবে শৈশবের ফেলে আসা নানান মুহূর্ত। মণ্ডপ সজ্জ্যায় ব্যাবহার হবে লুডো, বাগাডুলি, ঘুড়ি,ডাংগুলি আরো কত কি। সমগ্র ভাবনায় আছেন শিল্পী দেবব্রত রায় চৌধুরী। সৃজনে - অপূর্ব সাধন।
ক্লাব সম্পাদক দেবান্জন দাশগুপ্ত জানালেন, ভূমিপুজো তে উপস্থিত ছিলেন কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা, উপ পৌর প্রধান তুষার চট্টোপাধ্যায়,পুরোপিতা নবীন ঘোষাল, পুরমাতা দেবযানী মুখার্জী এবং অভিনেত্রী তথা পুরমাতা দেবপর্ণা চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।