ফোকাস বেঙ্গল ডেস্ক, উঃ কলকাতাঃ ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ও অভিষেক ব্যানার্জীর অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে চলছে স্বাধীনতা দিবস উদযাপন।সেই উপলক্ষে কলকাতা ১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমগ্র এলাকা জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালন করা হল স্বাধীনতা দিবস।
এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা প্রদক্ষিন করে। ১ নং ওয়ার্ড তৃণমূলের সাধারণ সম্পাদক তথা উত্তর কলকাতার সাধারণ সম্পাদক মহ আনোয়ার খাঁনের নেতৃত্বে এক সুবিশাল রেলি বের করা হয়। এলাকার বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মালা সাহা, ১ নং ওয়ার্ড প্রেসিডেন্ট নন্দ কুমার সাউ, হিরো ভাই ও অন্যান্যরা।