ফোকাস বেঙ্গল ডেস্ক,দক্ষিন দমদমঃ ধুমধাম সহকারে দক্ষিন দমদমের হরিহরনগর ওয়েলফেয়ার সোসাইটির দুর্গোৎসবের খুঁটিপুজো হয়ে গেল। প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীদের জন্য থাকছে নতুন থিম। উদ্যোক্তা পুজো কমিটির সম্পাদক সঞ্জয় বালা জানিয়েছেন, স্থানীয় অঞ্চলের জনপ্রিয় পুজোগুলির সঙ্গে তাদের কোন প্রতিযোগিতা নেই। বরং মাতৃ আরাধনার মাধ্যমে তাদের লড়াই অশুভ শক্তির বিরুদ্ধে।
খুঁটিপুজো কে কেন্দ্র করে এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী তন্নী লাহা রায়,সৌরভ বন্দ্যোপাধ্যায়, পুরমাতা অঞ্জনা রক্ষিত সহ এলাকার অগুনিত বাসিন্দা আর কচিকাঁচারা।