ফোকাস বেঙ্গল ডেস্ক,মালদাঃ বড় ভাইকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য বৌদির শীলতাহানি এবং তার দুই বছরের মেয়ের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালদা শহরের সুকান্ত পল্লী এলাকায়। বর্তমানে গুরুতর জখম অবস্থায় দুই বছরের মেয়ে দিশা মন্ডলের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
ইতিমধ্যেই পুরো ঘটনাটি জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযুক্ত দেওর ব্রজেন মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বৌদি শম্পা মন্ডল। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক।
আক্রান্ত মহিলা শম্পা মন্ডল জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাদের বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে দেওর ব্রজেন মন্ডল। পেশায় অটোচালক ব্রজেন মন্ডলের বিরুদ্ধে এ নিয়ে প্রতিবাদ করাতেই তাকে ও তার মেয়েকে মারধর করেছে। যদিও ঘটনার সময় বড় ভাই দ্বিজেন মন্ডল বাড়িতে ছিলেন না। পড়ে এ ব্যাপারে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।