
ফোকাস বেঙ্গল ডেস্ক,মালদাঃ জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত হল ৬ জন।এদের মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সন্ধ্যায় বৈষ্ণবনগর থানার খেতাবপাড়া এলাকায়।
দুই পরিবারের পক্ষ থেকেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বৈষ্ণবনগর থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম কারুন সেখ(৫৫), ইসমাইল সেখ(২০)। অন্যদিকে, মাইনুর সেখ(৪৫) মালতাব সেখ(৩০), তাহেরা বিবি(৬০),জাকির সেখ(৩৫) এই চারজনকে পরে কোলকাতা স্থানান্তর করে চিকিৎসকেরা।
জানা গিয়েছে,কারুন সেখ জমির একটি অংশে বেড়া দিচ্ছিল। ১৬কাঠা জায়গা নিয়ে দুই পরিবারের দীর্ঘ দিনের বিবাদ। এদিন সে একই কারণে একে অপরের উপর হামলা করে বলে অভিযোগ। সংঘর্ষের ফলে দুই পরিবারের ৬ জন গুরুতর জখম হয়।
ছবি - ইন্টারনেট
