Headlines
Loading...
 বিশ্ব আদিবাসী সম্মেলনের মঞ্চ থেকেই বিজেপি হাঁটানোর ডাক অনুব্রতর

বিশ্ব আদিবাসী সম্মেলনের মঞ্চ থেকেই বিজেপি হাঁটানোর ডাক অনুব্রতর



পিয়ালী দাস, বীরভূমঃ বিশ্ব আদিবাসী সম্মেলনের মঞ্চ থেকেই বিজেপি হাঁটানোর ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সভামঞ্চে বেশ খোশমেজাজেই দেখা গেল তৃণমূল নেতা অনুব্রত কে। মাথায় বট পাতার টুপি পড়ে আদিবাসী নৃত্যের তালে তালে নাচতেও দেখা গেল তাকে। শুধু অনুব্রত নয়, কৃষিমন্ত্রী আশীষ ব্যানার্জি ও বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরীও আদিবাসী সজ্জায় সজ্জিত হয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে তালে তাল মিলিয়ে আদিবাসী নিত্য করলেন। পাশাপাশি বিভিন্ন বিভাগের কৃতি ছাত্র-ছাত্রী ও সমাজের বিশিষ্টজনদের পুরস্কৃত করা হল এই মঞ্চ থেকেই। মঞ্চে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, কৃষিমন্ত্রী আশীষ ব্যানার্জি, সভাধিপতি বিকাশ রায় চৌধুরী ছারাও পুলিশ সুপার কুনাল আগ্রওাল, জেলা শাসক মৌমিতা গোদাড়া বসু প্রমুখ।

তৃনমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে মহঃবাজারে শুক্রবার অনুষ্ঠিত হল বিশ্ব আদিবাসী দিবস। এই মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন অনুব্রত, তার দাবি যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত সরকার রয়েছে সেই সমস্ত রাজ্যে আদিবাসীদের ওপর চরম থেকে চরমতম অত্যাচার করা হচ্ছে। পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খন্ড সেখানেও আদিবাসীদের খুন করছে বিজেপি সরকার ।জোর করে তাদের কাছ থেকে জমি কেড়ে নিচ্ছে, মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হচ্ছে । শুধু ঝাড়খন্ডী কেন, ছত্রিশগড়েও একই অবস্থা। সেখানেও আদিবাসীদের খুন করা হচ্ছে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। জোর করে জমি কেড়ে নেওয়া হচ্ছে। যেখানে যেখানে বিজেপি আছে সেখানে সেখানে একই অবস্থা আদিবাসীদের। উত্তরপ্রদেশে ৯০০ জনকে এনকাউন্টারে মারা হয়েছে। উপস্থিত জনগনের উদ্দেশ্যে অনুব্রত এদিন বলেন, এই রাজ্যে বিজেপিকে আসতে দেবে না এই রাজ্যের মানুষ।বিজেপি এলে একই অবস্থা করবে আপনাদেরও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});