Headlines
Loading...
নানুরে সিপিএম-তৃণমূল সংঘর্ষে আহত ২ তৃণমূল সমর্থক

নানুরে সিপিএম-তৃণমূল সংঘর্ষে আহত ২ তৃণমূল সমর্থক

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ গ্রামের রাস্তায় মোরাম দেওয়াকে কেন্দ্র করে সিপিএম তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটল বীরভুমের নানুর থানার বাসাপাড়া এলাকায়। আহত দুই তৃণমূল সমর্থককে নিয়ে আসা হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্যও রয়েছেন। 

গ্রামবাসী হারাধন দাস জানিয়েছেন, সিপিএম আমলে গ্রামের কোনো উন্নয়ন হয়নি। মঙ্গলবার গ্রামের রাস্তায় মোরাম ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছিল। সে ব্যাপারে গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকহরি দাস গ্রামের মানুষজনকে জানিয়ে বাড়ি ফিরতেই সিপিএমের সমর্থকরা তার বাড়ি আক্রমণ করে ব্যাপক বোমাবাজি করে। থাকহরি দাসকে রড, লাঠি দিয়ে বেধড়ক মারধোর করা হয়। মারধোর করা হয় দীননাথ দাস নামে অপর এক তৃণমূল সমর্থককেও। আশঙ্কাজনক অবস্থায় নানুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে। বুধবার আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});