ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমানঃ জামাইয়ের আনা মিষ্টি পছন্দ না হওয়ায় অপমানের জেরে আত্মঘাতি হলেন জামাই। ঘটনাটি ঘটেছে কাটোয়ার পাঁচুয়া গ্রামে। মৃতের নাম সন্তু দাস(২০)। মৃতের দাদা শ্যামল দাস জানিয়েছেন, কন্যা সন্তান হওয়ায় আনন্দ করে শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে গিয়েছিলেন জামাই সন্তু দাস । কিন্তু শাশুড়ির পছন্দ হয়নি জামাইয়ের আনা মিষ্টি। তা নিয়ে জামাইকে দু-কথা শুনিয়েও দিয়েছিলেন শাশুড়ী। আর সেই অপমানেই বাড়ি ফিরে এসে বিষ খেয়ে আত্মঘাতি হলেন জামাই।
শ্যামল দাস জানান, মাস খানেক আগে সন্তু দাসের স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তারপর তিনি নবজাতককে নিয়ে বাপের বাড়ি কেতুগ্রামের মিলে গ্রামে চলে যান। অপমানিত সন্তু বাড়ি ফিরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শনিবার ভোরে তার মৃত্যু হয়।
শ্যামল দাস জানান, মাস খানেক আগে সন্তু দাসের স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তারপর তিনি নবজাতককে নিয়ে বাপের বাড়ি কেতুগ্রামের মিলে গ্রামে চলে যান। অপমানিত সন্তু বাড়ি ফিরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শনিবার ভোরে তার মৃত্যু হয়।