Headlines
Loading...
মোমো গেম কাণ্ডে পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র

মোমো গেম কাণ্ডে পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র




ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ রাজ্য জুড়ে মোমো আতঙ্কের মধ্যে পূর্ব বর্ধমানে জেলার কেতুগ্রাম থেকে পুলিশ গ্রেফতার করল ইঞ্জিনিয়ারিং-এর এক ছাত্রকে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের একটি বিশেষ দল ওই যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। ধৃত ছাত্রের নাম অরিন্দম পাত্র। সে দুর্গাপুর বিসি রায় পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র।পুলিশ জানিয়েছে অরিন্দমের বাড়ি কেতুগ্রামে।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে কাটোয়া কলেজের এক ছাত্র জয়কৃষ্ণ পালকে মোমো খেলার প্রস্তাব দিয়ে মেসেজ পাঠায় অরিন্দম। মেসেজ পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে জয়কৃষ্ণ। পুলিশের সাথে যোগাযোগ করে ওই ছাত্র। দ্রুত ঘটনার তদন্তে নামে পুলিস । তদন্তে নেমে ফোনের সূত্র ধরেই অরিন্দমের সন্ধান পায় পুলিশ। শুক্রবার সকালে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একজন মেধাবী ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র কেন এই কাজ করলো, তা নিয়ে চিন্তায় পড়েছে পুলিশ।

এদিকে শুক্রবার ধৃত ছাত্রকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});