Headlines
Loading...
বর্ধমানে গোলাপবাগ থেকে জুলজিক্যাল পার্ক পর্যন্ত রাস্তার উদ্বোধন

বর্ধমানে গোলাপবাগ থেকে জুলজিক্যাল পার্ক পর্যন্ত রাস্তার উদ্বোধন


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বর্ধমান উন্নয়ন সংস্থার অর্থানুকূল্যে গোলাপবাগ থেকে জুলজিক্যাল পার্ক পর্যন্ত রাস্তার উদ্বোধন হল সোমবার।'আরণ্যক' নামে এই রাস্তার উদ্বোধন করলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তথা বিধায়ক ডঃ রবিরঞ্জন চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন পূর্ব বধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, বর্ধমান উন্নয়ন সংস্থার মুখ্য নির্বাহী আধিকারিক প্রবীর চট্টোপাধ্যায়, বর্ধমান পুরসভার ভাইস চেয়ারম্যান খন্দকার মহঃ সহিদুল্লাহ, কাউন্সিলার খোকন দাস, সেখ বসিরুদ্দিন, সেখ সাহাবুদ্দিন, শুক্তিসুভ্রা সাহানা সহ সংস্থার আধিকারিক গণ।

রবিরঞ্জন বাবু জানিয়েছেন, এই রাস্তা বর্ধমানবাসীর জন্য উৎসর্গ করা হল। শহরের এই এলাকা আরণ্য পরিবেষ্টিত বলে এই রাস্তার নাম 'আরণ্যক' রাখা হয়েছে।    
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});