Headlines
Loading...
বন দপ্তরের অবসরপ্রাপ্ত বৃদ্ধ কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য

বন দপ্তরের অবসরপ্রাপ্ত বৃদ্ধ কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য



ফোকাস বেঙ্গল ডেস্ক,মালদাঃ বনদপ্তরের এক অবসরপ্রাপ্ত কর্মীর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা থানার সাহাপুরের কালিতলা বাজার এলাকায়। মৃত ব্যাক্তির নাম গৌড় গোপাল ঘোষ(৮০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী মারা যাবার পর বৃদ্ধ তার বাড়িতে একাই থাকতেন। তাকে দেখাশোনা ও সারাদিন বাড়ির কাজ করার জন্য চারজন ছেলে ও মেয়ে ছিল। এরাই পুজো করা থেকে বাড়িঘর দেখা-শোনা এবং বৃদ্ধকে দেখাশোনার সমস্ত দায়িত্ব পালন করত। বৃদ্ধের দুই মেয়ে এক ছেলে রয়েছেন। তারা কর্মসূত্রে জেলার বাইরে থাকেন।

শুক্রবার সকালে প্রতিদিনের মতো কাজের লোকেরা বাড়ির সামনে এসে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোন সাড়া না পাওয়ায় পাচিল টপকে বাড়ির মধ্যে ঢুকলে তারা দেখে বৃদ্ধের শোয়ার ঘরের বিছানায় বালিশ চাপা অবস্থায় বৃদ্ধ গৌড় গোপাল ঘোষ পড়ে আছেন। খবর দেওয়া হয় মালদা থানায়। পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায়। পরে তদন্তের প্রয়োজনে ময়না তদন্তে পাঠানো হয়েছে মৃতদেহটিকে। 

অন্যদিকে পুলিশ এর প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, বৃদ্ধের পরিচিত কেউই এই খুনের সঙ্গে জড়িত থাকতে পারে। এদিকে খুনের আগে খুনিরা বৃদ্ধের বাড়ির একটি গোপাল মন্দির থেকে বিগ্রহের সোনার গহনা সহ ঘরের আলমারি ভেঙ্গে আরও কিছু চুরি করে নিয়ে গেছে বলে পুলিশ সূত্রে জানতে পারা গেছে। সমগ্র ঘটনার বিষয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});