ফোকাস বেঙ্গল ডেস্ক, শিলিগুড়িঃ শুক্রবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীর তিনবাত্তি মোড় এলাকায় ট্রাকের চাকার নিচে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। জানা গেছে, মৃত ব্যক্তির নাম রণজিৎ মন্ডল (৬৫)। এদিন সকালে রণজিৎ মন্ডল প্রাতঃভ্রমণে বেড়িয়ে ছিলেন। আর সেই সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারলে তিনি সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ঘটে তাঁর। ঘটনার পর আশেপাশের লোকজন ঘটনাস্থলে চলে আসলেও ঘাতক ট্রাকটিকে আটকানো যায়নি। এনজিপি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন।

