পিয়ালী দাস, বীরভূমঃ এবার মারণ গেম মোমোর আতঙ্ক বীরভূমে।পাঁড়ুই থানার কেন্দ্রডাঙ্গাল গ্রামের মহঃআব্দুল কুদ্দুস। তার একটি মোবাইল দোকান আছে। মোমো গেম থেকে তার মোবাইল ফোনে একটি লিঙ্ক আসে। ওই লিঙ্ক ক্লিক করার পর থেকেই গেম খেলার জন্য তাঁর ফোনে বারবার মাসেজ আসতে শুরু করে। বুঝতে পেরে না খেলতে চাওয়াতে খুনের হুমকিও দেওয়া হয়। এখন কুদ্দুস সহ কুদ্দুসের পুরো পরিবার আতঙ্কে ভুগছে। তারা পাঁড়ুই থানায় অভিযোগ কররার পরিকল্পনা করছেন।