Headlines
Loading...
পুলিশি অভিযানে ভাতারে প্রচুর বোমা উদ্ধার, চাঞ্চল্য

পুলিশি অভিযানে ভাতারে প্রচুর বোমা উদ্ধার, চাঞ্চল্য


ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতারঃ ফের বিপুল পরিমান বোমা উদ্ধার পূর্ব বর্ধমানের ভাতাড়ে। সোমবার ভাতাড়ের রাজীপুর গ্রামের কাঁদরের পাড় থেকে উদ্ধার হয় তিন ড্রাম বোম। ভাতার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। পুলিশ অভিযানে দুটি বস্তার মধ্যে দুটি ড্রাম ও আর একটি বোম ভর্তি ড্রাম উদ্ধার করে। মোট তিনটি বোম ভর্তি ড্রাম উদ্ধার হয়। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। দুর্গাপুর থেকে সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড নিক্রিয় করার জন্য রওনা হয়েছে।মোট ৭৫ টি তাজা বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
                                                                                                                                      ছবি - ফাইল 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});