Headlines
Loading...
শুরু হল উত্তরণ ২ প্রকল্প

শুরু হল উত্তরণ ২ প্রকল্প

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ শুরু হল পূর্ব বর্ধমান জেলায় উত্তরণ ২ প্রকল্প। বৃহস্পতিবার এব্যাপারে চুড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, স্কুলের পরিকাঠামো, পঠনপাঠন, প্রচলিত শিক্ষার বাইরে অন্যান্য ছাত্রছাত্রীদের দক্ষতা কিভাবে বাড়ানো যায় সেই লক্ষ্যেই এই উত্তরণ প্রকল্প চালু করা হয়। উত্তরণ ১ প্রকল্পে জেলার কিছু বাছাই করা স্কুলকে দিয়ে শুরু হয়েছিল। এবার উত্তরণ ২ প্রকল্পে যুক্ত করা হয়েছে ৪৭৫টি স্কুলকে। মেণ্টর হিসাবে যুক্ত করা হয়েছে ৯৫ জন সরকারী অফিসারকে। প্রতিটি অফিসার তথা মেণ্টর ২টি প্রাথমিক স্কুল এবং ৩টি উচ্চমাধ্যমিক স্কুলকে নিয়ে কাজ করবেন। প্রতিমাসে স্কুলের সামগ্রিক অগ্রগতির বিষয়ে তাঁরা রিপোর্ট দাখিল করবেন।
                                                                                                                                  ছবি - ফাইল 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});