ফোকাস বেঙ্গল ডেস্ক,জামাল্পুরঃ চাল ব্যবসার আড়ালে চলছিল ডোমেস্টিক গ্যাসের অবৈধ কারবার। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে জামালপুর থানার আঝাপুর এলাকায় একটি চালের গোডাউনে হানা দিল ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। উদ্ধার হল ১৭ টি সিলিন্ডার, ৫ টি প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার সিলিন্ডার, ওভেন, রেগুলেটার, নভ, পাইপ সহ গ্যাসের নানান সামগ্রী। ঘটনায় জড়িত থাকার অভিযোগে লব ক্ষেত্রপাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডি ই বি সূত্রে জানা গেছে, ব্যাবসা সংক্রান্ত সন্তোষজনক কোন কাগজপত্র ব্যাবসায়ি তাদের দেখাতে পারেনি। আঝাপুরে যে চালের গোডাউনের আড়ালে এই অবৈধ কারবার চলছিল তার মালিক প্রশান্ত ঘোষ নামে এক ব্যক্তি। তার খোজেও তল্লাশি শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ,এই সব গ্যাস চড়া দামে বিক্রি হতো বিভিন্ন দোকান ও বাড়িতে।