
পিয়ালী দাস, বীরভূমঃ অপহরনকারীদের কবল থেকে পালিয়ে রক্ষা পেলেন একাদশ শ্রেনীর এক ছাত্র। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার আমোদপুরে। উদ্ধার হওয়া ছাত্রের নাম শ্রীকান্ত কেশরী। তার বাড়ী বীরভূমের রামপুরহাটের সাত নম্বর ওয়ার্ডের সানঘাটা পাড়ায়। সে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের একাদশ শ্রেনীর ছাত্র। তার বাবা এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
গতকাল দুপুরে সে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল । অভিযোগ সেইসময় তাকে তিনজন দুষ্কৃতকারী সাদা রং এর একটি মারুতি ভ্যানে চাপিয়ে নিয়ে চলে যায়। ছাত্রের দাবী তাকে ভ্যানে তোলার আগে আরো তিনজনকে অপহরন করে মারুতি ভ্যানে রাখা ছিলো। ছাত্রটি জানিয়েছে, আমোদপুরের কাছে মারুতি ভ্যান দাঁড় করিয়ে দরজা লক করে রাস্তার দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল অপহরনকারীরা। সেই সময় মারুতির জানালা দিয়ে গলিয়ে পালিয়ে যায় ওই ছাত্র। দৌড়ে গিয়ে আশ্রয় নেয় রাস্তার ধারে একটি হোটেলে। পরে ওই হোটেলের মালিক পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এরপর সাঁইথিয়া থানার পুলিশ ওই ছাত্রের বাড়িতে খবর দিয়ে তাকে পরিবারের হাতে তুলে দেয়। ঘটনাটি জানিয়ে সাঁইথিয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রের বাবা। জানানো হয়েছে রামপুরহাট থানাতেও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
যদিও বীরভূমের পুলিশ সুপার কুনাল আগরবাল জানান, অপহরনের কোনো অভিযোগ করেনি ওই ছাত্রের পরিবার।
