ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমানঃ গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল এবং বর্ধমানের কাষ্টমস বিভাগ পোস্তর খোলের গুঁড়ো সহ আটক করল একটি লরীকে। গ্রেপ্তার করা হয়েছে লরী চালককে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা হয়েছে ৩০ টি বস্তায় ২৫ কেজি করে মোট ৭ কুইণ্টাল ৫০ কেজি পোস্তর খোলের গুঁড়ো তথা ডোডা। যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে কাষ্টমস বিভাগের কর্মীরা পানাগড়ের দার্জিলিং মোড়ে ওই লরীটিকে আটক করে। চালের বস্তার আড়ালে এই ডোডা নামক মাদক পদার্থ নিয়ে যাওয়া হচ্ছিল পাঞ্জাবে। বীরভূমের দুবরাজপুর থেকে সেগুলি পাঞ্জাবে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। এই এঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালক যশবীর সিংকে। তার বাড়ি পাঞ্জাবের পাঠানকোট এলাকায়।