ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতাঃ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি ভারতীয় জনতা পার্টিকে আক্রমন করেতে গিয়ে অমিত শাহের নিজের বাবার আদৌ সার্টিফিকেট আছে কিনা - প্রশ্ন তুলে দিলেন। মঙ্গলবার সন্ধ্যায় নবান্নে নাগরিক পঞ্জির তালিকা প্রসঙ্গে এক সাংবাদিক বৈঠকে বিজেপি কে কড়া ভাষায় আক্রমন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি প্রশ্ন তোলেন “অমিত শাহের নিজের বাবার সার্টিফিকেট আছে তো?”
এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই অসমের শাসকদল এবং কেন্দ্রের শাসক বিজেপি এই ধরনের নাগরিক পঞ্জির তালিকা তৈরি করেছে। এদিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যের তথ্য প্রমান স্বরূপ তালিকা থেকে বাদ যাওয়া একগুচ্ছ নাম সম্বলিত নথিও পেশ করেন। সেই সমস্ত নথির মাধ্যমে তুলে ধরেন কিভাবে ১৯৭১ সালের আগে ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের নাম বিজেপি সরকার বাদ দিয়েছে নাগরিক পঞ্জির তালিকায়।
ছবি - ফাইল